Top News

তিন হলের ভোট গণনা শেষ, যা জানা গেল

তিন হলের ভোট গণনা শেষ, যা জানা গেল

তবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও উঠে এসেছে।

ইতোমধ্যে ঢাবির কার্জন হল কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। এই কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন। এ ফলাফল সিনেট ভবনে প্রকাশ করা হবে।

এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। ওই কেন্দ্রের শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।

এ ছাড়া শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রে তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি। এ হলে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২২ জন। এ হিসেবে জগন্নাথ হলের মোট ভোটারের ৮৩ শতাংশ কাস্ট হয়েছে। এ ছাড়া সা‌র্জেন্ট জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৬০ জন। অর্থাৎ এ হলে ভোট কাস্ট হয়েছে ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ।

আর স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি, যা ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ।

শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, এ কেন্দ্রের তিন‌টি বু‌থে সব‌ মি‌লে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৮৬১। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে। শতকরা হিসাবে এই হার ৮৩.২১।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post