Top News

ব্রেকিং নিউজ : ভোট গননা শেষ না হতেই অনেক বড় সুখবর পেলো ভিপি প্রার্থী উমামা!

ব্রেকিং নিউজ : ভোট গননা শেষ না হতেই অনেক বড় সুখবর পেলো ভিপি প্রার্থী উমামা!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ভোটগ্রহণের শেষ মুহূর্তে নিজের ফেসবুক আইডি নিষ্ক্রিয় পড়েছিল ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমার। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর তিনি তাঁর আইডি ফেরত পেয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডির এক পোস্টে এ কথা জানান তিনি।

এর আগে দুপুরে ভোটগ্রহণের সময় ভোটে অব্যবস্থাপনা ও প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘তাদের পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে। যেসব এজেন্টকে আমরা মেয়েদের হলে নিয়েছিলাম, তাদের ছেলেদের হলে দেওয়া হয়েছে। আর যাদের ছেলেদের হলে দিয়েছিলাম, তাদের মেয়েদের হলে পাঠানো হয়েছে।

প্রশাসন সমাধান করবে বলেছিল, কিন্তু তা করেনি। আমরা সকালেই এসে দেখি বিশৃঙ্খল অবস্থা। পরে আমাদের বিষয়টি স্বতঃসিদ্ধভাবে সমাধান করতে হয়েছে।’উমামা ফাতেমা আরো বলেন, ‘যেসব পোলিং এজেন্টকে বাদ দেওয়া হয়েছে, তাদের বাদ পড়ার কারণ আমাদের অবশ্যই জানানো উচিত।

কারণ ভোট গণনার সময় এজেন্টরা উপস্থিত থাকবেন এবং ওই সময়ে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা আমরা জানাতে পারব।’

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post