বিদেশি ঘটনাকে মাগুরার বলে গুজব ছড়ানো হচ্ছে: পুলিশ
মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাতের ভিডিও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও এর বিষয়ে পুলিশ সতর্ক করেছে।
এক পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাগুরা জেলায় এমন কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটিতে দেখানো বিষয়টি প্রকৃতপক্ষে কোনো বিদেশি ঘটনার এবং তা বিভ্রান্তিকরভাবে মাগুরার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পুরোনো একটি বিদেশি ঘটনা নতুন করে মাগুরার ঘটনার সঙ্গে সংযুক্ত করে গুজব ছড়ানো হচ্ছে। জনগণ যেন এ ধরনের মিথ্যা তথ্যের প্রতি সজাগ থাকে।
Post a Comment