৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস,পাহাড় ধসের শঙ্কা
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশে মৌসুমী বায়ুও সক্রিয় রয়েছে। ফলে দেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি সপ্তাহের বুধবার সকাল পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগ বাদে বাকি ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অর্থাৎ টানা কয়েকদিনের যে গরমের অনুভূতি ছিল তা কিছুটা কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম-সিলেটসহ ১৪ জেলার দক্ষিণপূর্ব দিক দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৫১ মিলিমিটার। এসময় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Post a Comment