গোসল ফরজ অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্য ৫টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো:

 গোসল ফরজ অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্য ৫টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো: 



ইসলামে পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত এবং নারীদের হায়েজ-নেফাসের পর গোসল করা ফরজ। এ অবস্থায় যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হওয়া আবশ্যক। আল্লাহ তায়ালা বলেন, সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। (সুরা তাওবা: ১০৮)


গোসল ফরজ অবস্থায় নারী-পুরুষ উভয়ের জন্য ৫টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো: 


নামাজ আদায় করা

আল্লাহ বলেন, হে ইমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো তোমরা কী বলছো। তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না। (সুরা নিসা: ৪৩)


কোরআন স্পর্শ করা

অপবিত্র শরীরে কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ বলেন,যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না। (সুরা ওয়াকিয়া: ৭৯)


কোরআন তিলাওয়াত করা

হজরত আলী (রা.) বলেন,রাসুলুল্লাহ (সা.) সবসময় আমাদের কোরআন পড়াতেন, তবে যখন বড় নাপাকি অবস্থায় থাকতেন, তখন ছাড়া।(তিরমিজি)


মসজিদে অবস্থান করা

হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হায়েজ নারী ও গোসল ফরজ এমন অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে যাওয়া বৈধ নয়।’ (আবু দাউদ)


কাবা শরিফ তাওয়াফ করা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,আল্লাহর ঘর কাবা তাওয়াফ করা নামাজ আদায়ের সমান।(নাসাঈ)


তাই গোসল ফরজ হলে নারী-পুরুষকে এসব কাজ থেকে বিরত থেকে অবশ্যই আগে গোসল করে পবিত্র হতে হবে।


 

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post