নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কোরআন ও হাদিসে নামাজকে আত্মিক প্রশান্তির এবং নৈতিক জীবন রক্ষার মূল উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে নামাজ আদায়ের সময় জায়নামাজ গোছানোর বিষয়ে অনেকেই বিভ্রান্ত।প্রচলিত ধারণার বিপরীতে, প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, জায়নামাজ বা নামাজের বিছানা পা দিয়ে সোজা করা বা নাড়াচাড়া করলেও কোনো অসুবিধা নেই। এটি নামাজকে অবৈধ করে না এবং গোনাহও হবে না।
তিনি আরও ব্যাখ্যা করেন, কোরআন ও হাদিসে কোথাও এই বিষয়ে কোনো নিষেধ নেই। তাই নামাজ আদায়ের জন্য জায়নামাজ সোজা করতে চাইলে পা দিয়েই করতে পারেন, হাতে ধরতে হবে এমন কোনো শর্ত নেই।
এর ফলে যারা ভাবেন পা দিয়ে জায়নামাজ সোজা করলে নামাজ হবে না বা গোনাহ হবে, তারা ভুল ধারণায় রয়েছেন
Post a Comment