দাফনের সময় নড়ে ওঠে নবজাতক, হাসপাতালে ভর্তি

 দাফনের সময় নড়ে ওঠে নবজাতক, হাসপাতালে ভর্তি

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে দাফনের সময় নবজাতকের নড়ে ওঠার ঘটনা ঘটেছে। পরে নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।


পৌর কবরস্থানের কবর খোদক শাহজাহান জানান, দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি। পরে দাফনের সময় নড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত এনআইসিইউতে ভর্তি করান।


হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার


 (এনআইসিইউ) ডা. ছোটন মিয়াজী জানান, শিশুটির

 ওজন ৮ গ্রাম। আজই জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের পক্ষ থেকে শিশুকে সর্বোচ্চ চিকিৎসা-সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 


Copied from: https://rtvonline.com/

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post