জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

 জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ আর নেই। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকা দুর্ঘটনায় পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি এই শিল্পীকে।অসমের এই জনপ্রিয় গায়ক নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজ, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২ বছর।


সংগীত জগতে তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী-সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই গভীরভাবে শোকাহত।


বলিউডে জুবিনকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানটি। যা আজও ভক্তদের মনে জায়গা করে আছে।


এছাড়া আঞ্চলিকভাবে (অসমিয়া ভাষায়) তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যেগুলো তাকে অসমের সংগীত জগতের কিংবদন্তি করে তোলে।তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে, ‘ইয়া আলী’, ‘তুমহারে সিওয়া’, ‘ইয়া আলি জুলফ কে ফাঁদে’। জনপ্রিয় অসমিয়ার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘পাখি পাখি মন’, ‘ও বিদেশি বন্ধু’, ‘মায়া’, ‘রঙ’, ‘মোব মাটি’ ও ‘লুইতর পাড়ে’ ইত্যাদি।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post