Top News

রাতেই যেসব জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি হতে পারে

 রাতেই যেসব জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টি হতে পারে


দেশের পাঁচ জেলায় তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।


শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। 


তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে আজ (শনিবার) রাতে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার ওপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে।


এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরে একটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। 


এছাড়া এ সময়ে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



Countdown Timer

Post a Comment

Previous Post Next Post