Top News

রাজধানীতে মাদরাসার টয়লেটে ঝুলছিল শিশুর মরদেহ

 রাজধানীতে মাদরাসার টয়লেটে ঝুলছিল শিশুর মরদেহ

রাজধানীর হাতিরঝিল থানাধীন শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদরাসায় তুষার তানভীর (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মাদরাসার ষষ্ঠ তলার টয়লেটের গ্রিলের সাথে নাইলনের রশি পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পায় অন্যরা।নিহত তুষার চাঁদপুরের মতলব উপজেলার গোসাইপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিল।হাতিরঝিল থানার উপ–পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ বলেন, ‘আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলের মাদরাসার ষষ্ঠ তলার টয়লেটে গ্রিলের সাথে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি।’এসআই ফোয়াদ আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য ওই শিক্ষার্থীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post