নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

চট্টগ্রামের চন্দনাইশ থেকে সালিমা সুলতানা সাকি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিড়িংঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাকি ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে ও একই এলাকার মো. সাইফুল ইসলামের স্ত্রী।
নিহত সালিমা সুলতানা সাকি পরিবারের অভিযোগ, তার স্বামীই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
স্থানীয়দের বরাতে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গণমাধ্যমকে বলেন, সাকি ও সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি জানাজানি হলে বিগত ৭ মাস আগে তাদের বিয়ে হয়। কিন্তু ছেলেপক্ষ কনেকে এখনও বাড়িতে তুলে নেয়নি। বিয়ে হওয়ার পরও মেয়েকে তুলে না নেওয়ার স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো।
তিনি আরও বলেন, ঘটনারদিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাইফুল ইসলাম। ঘণ্টা খানেক শ্বশুরবাড়িতে অবস্থান করার পর সে চলে যাওয়ার পরপরই সাকিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন সালিমা সুলতানা সাকিকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Post a Comment