Top News

নুরের ওপর হামলার ঘটনায় ডাকসুর ভিপি-জিএস-এজিএস প্রার্থীদের প্রতিক্রিয়া

 নুরের ওপর হামলার ঘটনায় ডাকসুর ভিপি-জিএস-এজিএস প্রার্থীদের প্রতিক্রিয়া




রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাকধারীদের হামলায় রক্তাক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস-এজিএস প্রার্থীরা।


হোম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়

নুরের ওপর হামলার ঘটনায় ডাকসুর ভিপি-জিএস-এজিএস প্রার্থীদের প্রতিক্রিয়া


নুরের ওপর হামলার প্রতিবাদ জানানো ডাকসু প্রার্থীরা

নুরের ওপর হামলার প্রতিবাদ জানানো ডাকসু প্রার্থীরা © সংগৃহীত ও সম্পাদিত


রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাকধারীদের হামলায় রক্তাক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস-এজিএস প্রার্থীরা।




শুক্রবার (২৯ আগস্ট) রাতে ভিপি নুরের ওপর হামলার পর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, সাদিক কায়েম, উমামা ফাতেমা, আব্দুল কাদের, জুলিয়াস সিজার তালুকদার, শেখ তাসনিম আফরোজ ইমি, আবদুল ওয়াহেদ, জিএস প্রার্থী মেঘমাল্লার বসু, শেখ তানভীর বারী হামিম, সাবিনা ইয়াসমিন, এজিএস প্রার্থী মহিউদ্দিন খান ও মহিউদ্দিন রনিসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করেন।


ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ফেসবুকে লেখেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হওয়া নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি। এটা অশনিসংকেত।শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী সাদিক কায়েম ফেসবুকে লেখেন, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরুল হক নুর জাতীয় নেতা এবং ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ এবং সেনাবাহিনীর এমন ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে আমাদের সংস্কারের অনেক পথ বাকি।


ভিপি প্রার্থী উমামা ফাতেমা লেখেন, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকে নুরের উপর আর্মির হামলার প্রতিবাদ জানাই। আর্মির স্পর্ধাকে ধিক্কার জানাই


আব্দুল কাদের লেখেন, নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি।আরও পড়ুন: ভিপি নুরের ওপর হামলার নিন্দা ১০১ সংগঠনের


জুলিয়াস সিজার তালুকদার লেখেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরণের ঘটনা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের অন্তরায়। জুলাই গনঅভ্যুত্থানের স্পিরিট এভাবেই রাষ্ট্রযন্ত্রের হাতে ধ্বংস হচ্ছে। নূর ভাইসহ সকল আহতদের সুস্থতা কামনা করছি। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ হয়ে পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কাজে আত্মনিয়োগ করতে পারে।


শেখ তাসনিম আফরোজ ইমি লেখেন, নুর ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা জানাই। পুলিশ সংস্কার কমিশন কি চু… ফালাইছে তাও জানতে চাই। পুলিশ ব্রুটালিটির একই কিংবা কোনো কোনো ক্ষেত্রে আরও বাজে চিত্রই যদি দেখা লাগে, তাহলে জনগণের আর একটা টাকাও আমি সংস্কারমারানিদের পেছনে খরচ করার পক্ষপাতি না। এদেরকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলা হোক।


আরেক ভিপি প্রার্থী আবদুল ওয়াহেদ লেখেন, নুরুল হক নুর ভাইয়ের উপর সেনাবাহিনী ও পুলিশের রক্তাক্ত হামলার নিন্দা জানাই। দেশ একটি গভীর সংকটের দিকে যাওয়ার আশঙ্কা করছি। আল্লাহ এই দেশকে রক্ষা করুন।


ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, নুরুল হক নুরের উপর হামলার তীব্র নিন্দা জানাই। এই উর্দিধারীদের আস্ফালন দেখতে আমরা অভ্যুত্থান করি নাই। মুক্তির স্বাদ এখনো অধরা।


সাবিনা ইয়াসমিন লেখেন, নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি।


জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ফেসবুকে লেখেন, ডাকসুর সাবেক ভিপি নূর ভাইয়ের উপর হামলার প্রতিবাদ জানাই।


এজিএস প্রার্থী মহিউদ্দিন খান লেখেন, রাজনৈতিক কর্মসূচিতে এমন ন্যাক্কারজনক হামলা প্রমাণ করে আমাদের সংস্কারের অনেক বাকি। নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানাই।


মহিউদ্দিন রনি লেখেন, নুর ভাইয়ের উপর জঘন্য হামলার সুযোগটা ইন্টেরিম করে দিয়েছে। পতিত স্বৈরাচারের পার্পাস সার্ভ করা পুলিশ-প্রশাসন সংস্কার না করার প্রতিদান এভাবেই আমাদের দিতে হবে। এই সংস্কার না করার সম্পূর্ণ দায় ইন্টেরিমের। এই সরকার যেই অঙ্গীকার করে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছিলো, তার নূন্যতমও বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে, তালবাহানা করছে। ইন্টেরিমের কাজ শুধু একটা নির্বাচন দেয়া নয়। কথা ছিলো, আপাদমস্তক সংস্কারের। সংস্কারের সবচেয়ে সেরা সময়ে ক্ষমতা উপভোগ করছেন, কালক্ষেপণ করছেন। সংস্কারের সবচেয়ে মোক্ষম সময় হাতছাড়া হয়ে গেছে আমাদের কাছ থেকে। এভাবেই চলতে থাকলে জনগণের সাথে প্রতারণার দায় প্রত্যেকটা উপদেষ্টাকে নিতে হবে।


এর আগে তিনি লেখেন, নুর ভাইয়ের উপর জঘন্য হামলার নিন্দা জানাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই হামলার জবাব দিতে হবে। সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে স্বৈরাচারের লেসপেন্সার জাতীয় পার্টির হামলাকারীদের।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post